ইউএনওর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান মুক্তিযোদ্ধারা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা এবং তার সন্তান ইউএনওর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম আমাদের সন্তান ও তার বাবা আমাদের সহযোদ্ধা। তাদের ওপর যারা হামলা চালিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, পৌর ও ইউনিয়ন কমান্ডারসহ আন্যান্য মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান আরমান/এএম/এমএস