ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ১ হাজার ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ০১:১৮ এএম, ০২ নভেম্বর ২০১৫

যশোরের বেনাপোল থেকে এক হাজার ২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। রোববার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার কাগমারি-গয়ড়া সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক শহীদুল ইসলাম (৪০) বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রামের শওকত আলীর ও সাগর হোসেন (২৬) একই থানার গয়ড়া গ্রামের শাহীন হোসেনের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কামান্ডার স্কোয়ার্ডন লিডার কওছার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. রমজান আলীর নেতৃত্বে বেনাপোলের কাগমারি-গয়ড়া সড়কে সোনিয়া এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শহীদুল ইসলাম ও সাগর হোসেনকে হাতে নাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে এক হাজার ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকরা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য বেচাকেনার সঙ্গে জড়িত বলে জানায়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান।

জামাল হোসেন/বিএ