বিস্ফোরণের পর রাস্তার পানিতে ঝাঁপিয়ে পড়েন দগ্ধ মুসল্লিরা
এশার ফরজ নামাজ আদায় শেষ হয়েছে। সুন্নাত নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। এমন সময় বিকট শব্দে মসজিদের ভেতর বিস্ফোরণ ঘটে। দগ্ধ মুসল্লিদের অনেকেই মসজিদ থেকে বেরিয়ে পার্শ্ববর্তী রাস্তায় জমে থাকা পানিতে ঝাঁপিয়ে পড়েন।
এভাবেই নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণের বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী মো. রতন ৷
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালে পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ বিস্ফোরণে ৪০ জনেরও বেশি মুসল্লি দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী তল্লা এলাকার বাসিন্দা মো. রতন বলেন, এশার নামাজ প্রায় শেষ দিকে তখন বিস্ফোরণের আওয়াজ পাই। বের হয়ে দেখি ভেতরে আগুন জ্বলছে। সে সময় দেখি সবাই বের হয়ে বাইরে বৃষ্টিতে জমে থাকা রাস্তার পানিতে ঝাঁপ দিচ্ছে। চেহারার অবস্থা এতটা খারাপ ছিল যে কাউকে চেনা যাচ্ছিল না। সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নামাজ চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে মসজিদের ৬টি এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে অন্তত ৪০ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধদের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে উপস্থিত হন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। পরে তিনি তল্লায় ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থলে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, মসজিদের মেঝের নিচ দিয়ে তিতাস গ্যাসের একটি লাইন গেছে। মসজিদের ভেতর গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ তবে বিস্ফোরণের সঠিক কারণ জানতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। এই কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
আরএআর/জেআইএম
টাইমলাইন
- ০১:২১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : তিতাসের ৪ প্রকৌশলীসহ ৮ জন গ্রেফতার
- ০৯:৪৭ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ না.গঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩২
- ০৬:০৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০ নির্মাণে মানা হয়নি নিয়ম, বিদ্যুতের স্পার্ক থেকে মসজিদে আগুন
- ০৯:২৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেবে তিতাস
- ০৬:০০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : এখনো শঙ্কামুক্ত নন চিকিৎসাধীন ৫ জন
- ০৫:৩৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : পরিবারপ্রতি ৫ লাখ টাকা দেয়ার আদেশ স্থগিত
- ০৫:৩৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণে আরও দুইজনের মৃত্যু, মোট ৩১
- ০২:৫১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : আরও ৭ দিন সময় চেয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি
- ১০:০৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০২০ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
- ০৭:৩১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : মৃত বেড়ে ২৮
- ০১:৩৯ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : আরও লিকেজ খুঁজতে মাটি খুঁড়ছে তিতাস
- ১২:৪৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৯ জন
- ০৭:০৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : হাসপাতাল থেকে প্রথম ছাড় পেলেন একজন
- ০৬:৫৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
- ০২:০৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : লিকেজ খুঁজতে মাটি খুঁড়ছে তিতাস
- ১১:২৭ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২০ না.গঞ্জে গিয়েছিলেন হাসি ফোটাতে, ফিরলেন লাশ হয়ে
- ১০:০৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণের ঘটনায় গণশুনানি
- ১০:২১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মসজিদে বিস্ফোরণের মামলার তদন্ত চলছে’
- ০৯:০০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : মৃত বেড়ে ২৫
- ০৪:৩৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণের পর থেকে গ্যাস বন্ধ, লাকড়ি দিয়ে রান্না
- ০৩:১০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : পরিবারপ্রতি ক্ষতিপূরণ চেয়ে রিটের প্রস্তুতি
- ০২:২৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ মসজিদে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ করে টাকা দেয়া উচিত
- ০১:৫৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ‘স্থানীয় চিকিৎসকদের পোড়া রোগী সামলানোর প্রশিক্ষণ দিতে হবে’
- ০১:৩৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ জীবিতদের সারিয়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী
- ০১:২২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ নারায়ণগঞ্জের ঘটনা কেন ঘটল নিশ্চয়ই সেটা বের হবে : প্রধানমন্ত্রী
- ১১:৩৬ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা
- ১১:১৬ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ আরও ২ জনের মরদেহ হস্তান্তর
- ১০:৩৭ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ বাবার সঙ্গে মসজিদে গিয়ে লাশ হয়ে ফিরল জুনায়েদও
- ০৮:৪৫ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ না.গঞ্জে মসজিদে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ২৪
- ০৮:৩৪ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ না.গঞ্জের ওই মসজিদ নিয়ে ক্ষোভ ঝাড়লেন জ্বালানি প্রতিমন্ত্রী
- ১১:১২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণের ঘটনায় এবার এক সাংবাদিকের মৃত্যু, মোট ২১
- ১০:২৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ চোখের জলে ১০ প্রিয়জনের দাফন
- ০৮:৫৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ-এসির অবস্থা পরীক্ষার নির্দেশ
- ০৮:৫৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ মুয়াজ্জিনের পর চলে গেলেন ইমামও, মোট মৃত্যু ২০
- ০৭:২২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু, মোট ১৮
- ০৭:০৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ধর্ম সচিবের শোক
- ০৬:৩৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ সারি সারি লাশ, জানাজা শেষে কেঁদে কেঁদে প্রিয়জনকে দাফন
- ০৫:১৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ এসির বিস্ফোরণ বাইরে থেকে হওয়ার কথা, মসজিদের ভেতরে হলো কীভাবে?
- ০৫:১২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ মসজিদে এসি বিস্ফোরণ : মৃত বেড়ে ১৭
- ০৪:০০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : ৫০ হাজার টাকা না দেয়ায় লিকেজ মেরামত করেনি তিতাস
- ০১:১৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩ তদন্ত কমিটি গঠন
- ১১:২২ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ মসজিদে বিস্ফোরণ : প্রধানমন্ত্রীর শোক, সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ
- ১০:১৭ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ বিস্ফোরণের পর রাস্তার পানিতে ঝাঁপিয়ে পড়েন দগ্ধ মুসল্লিরা
- ০৯:১৬ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ মসজিদে এসি বিস্ফোরণ : মুয়াজ্জিনসহ দগ্ধ ১৪ জনের মৃত্যু
- ০৪:১৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ এসি নয় বিস্ফোরণ গ্যাস লাইন থেকে : ফায়ার সার্ভিস
- ০২:০৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ মসজিদে এসি বিস্ফোরণ : দগ্ধ এক শিশুর মৃত্যু
- ০১:৪৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ বার্ন ইনস্টিটিউটে কান্না আর আহাজারি
- ০১:৩১ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি
- ১২:৫৬ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ
- ১২:৩১ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ মসজিদে এসি বিস্ফোরণ : বার্ন ইউনিটে ভর্তি ৩৭, আহত অর্ধশতাধিক
- ১১:৫১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ বিস্ফোরণের পর ধ্বংসস্তুপে পরিণত তল্লার বড় মসজিদ
- ১১:১১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ কেউ শঙ্কামুক্ত নয় : ডা. সামন্ত লাল
- ১০:১০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ এশার নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ, ২০ মুসল্লি দগ্ধ