ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইটনায় নৌকাডুবে স্কুলছাত্রী নিখোঁজ

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০১ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে নৌকা ডুবে শর্মি রানী দাস (১১) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। এ সময় স্কুলের দুই সহকারী শিক্ষিকাসহ তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ধনপুর ইউনিয়নের সিলুনদিয়া এলাকায় ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শর্মি রানী দাস উপজেলা ধনপুর ইউনিয়নের সিলুনদিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে। সে স্থানীয় সিলুনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নৌ-দুর্ঘটনায় আহত হন, সিলুনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তুলনা রানী দাস (২৪), ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তপদী রানী সরকার (২৮)। অন্য একজনের পরিচয় জানা যায়নি।
 
এলাকাবাসী জানায়, ধনপুর ইউনিয়নের রামপুর গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে সাতজন যাত্রী সিলুনদিয়া গ্রামে যাচ্ছিল। এ সময় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে অপর একটি মালবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এতে পানিতে পড়ে যায় স্কুলছাত্রী শর্মি। এরপর তিনি থেকে তার আর খোঁজ মেলেনি।

ইটনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি