ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে করোনা রোগী ১৮ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০

রাজশাহী বিভাগে ১৮ হাজার ছাড়িয়ে গেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৮৬ জনের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৩ জন।

বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করে বলেন, বিভাগে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন সুস্থ হয়েছেন ১৩৭ জন। এদিন বগুড়ায় একজনের মৃত্যু হয়েছে করোনায়।

রাজশাহী বিভাগে সর্বোচ্চ ছয় হাজার ৭৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে চার হাজার ৬১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭০৪ জন, নওগাঁয় এক হাজার ১৫৬ জন, নাটোরে ৮৬৭, জয়পুরহাটে ৯৫৯, সিরাজগঞ্জে এক হাজার ৯৬৬ জন এবং পাবনায় এক হাজার ২০ জনের করোনা ধরা পড়েছে। বিভাগে এ পর্যন্ত ২৬২ জন মারা গেছেন করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ১৫৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২
জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনায় নয়জন মারা গেছেন।

বিভাগে এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ১৩ হাজার ৪৯৫ জন। এর মধ্যে রাজশাহীর তিন হাজার ২৭০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৫১ জন, নওগাঁর এক হাজার ৩৫ জন, নাটোরের ৬২৭ জন, জয়পুরহাটের ২২৯ জন, বগুড়ার পাঁচ হাজার ৭৪৮ জন, সিরাজগঞ্জের এক হাজার ১৪৮ জন এবং পাবনার ৮৮৭ জন করোনামুক্ত হয়েছেন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর