ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জেএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬২৫ জন

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০১ নভেম্বর ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিনে দিনাজপুর শিক্ষাবোর্ডে তিন হাজার ৬২৫ জন পরীক্ষার্থী ছিল অনুপস্থিত। এবার এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার ২৪৫টি কেন্দ্রে ছিল দুই লাখ সাত হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী।  

রোববার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় দুই লাখ তিন হাজার ৮৬৩ জন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানায়, এ বছর সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে জেএসসি পরীক্ষা। কোনো কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে অনুপস্থিত সংখ্যা আশঙ্কাজনক।

উল্লেখ্য, দিনাজপুর বোর্ডের অধীনে দিনাজপুর, ঠাকুরগাঁও,পঞ্চগড়, রংপুর, কড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার তিন হাজার ১০৮টি স্কুলের দুই লাখ সাত হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী জেএসসিতে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় তিন হাজার ৬২৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় ছিল অনুপস্থিত।

গত বছর ২০১৪ সালে জেএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় দুই হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর গতবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৯০ হাজার ২৪ জন।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি