ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু, মোট ৩৭

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:২১ এএম, ০১ সেপ্টেম্বর ২০২০

পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে সুলতান আহম্মেদ (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩০ আগস্ট রাত সাড়ে ১১টায় করোনা আক্রান্ত হয়ে শহরের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা সুলতান আহম্মেদের মৃত্যু হয়। কয়েকদিন আগে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে।

সিভিল সার্জন আরও বলেন, ২৪ ঘণ্টায় নতুন করে জেলার কলাপাড়া উপজেলায় তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৭ জনে।

সুস্থ হয়ে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৬ জন। আইসোলেশনে আছেন ২০৫ জন। যার মধ্যে হাসপাতালে ২১ জন ও হোম আইসোলেশনে ১৮৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/বিএ/জেআইএম