নেদারল্যান্ডসের মতো কুয়াকাটা সৈকতে বেড়িবাঁধ তৈরি হবে
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, কুয়াকাটা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। ইতোমধ্যে পাউবোর সচিব ও মহাপরিচালকসহ একটি প্রতিনিধি দল নেদারল্যান্ডস ভ্রমণ করেছেন। সেদেশের জনগণের জন্য নদী ও সমুদ্র ভাঙন রোধে যে ধরনের প্রকল্প বাস্তবায়ন করেছে; একইভাবে ওই দেশের প্রযুক্তি ব্যবহার করে টেকসই বেড়িবাঁধসহ সৈকত ভাঙন রোধে প্রকল্প তৈরি করা হবে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নদী ও সমুদ্রের বৈশিষ্ট্য নির্ণয় করে ভাঙন রোধে একটি প্রকল্প তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে সম্ভাব্যতা যাচাই-বাছাই শেষে একনেকে পাঠানো হবে। উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়নে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলেই কুয়াকাটা সৈকত ভাঙন রক্ষার কাজ শুরু হবে।
এর আগে প্রতিমন্ত্রী সড়কপথে কুয়াকাটায় আসেন। এরপর তিনি অস্বাভাবিক জোয়ারের প্রভাবে বিধ্বস্ত-বিপর্যস্ত পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব, পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. হারুন অর রশীদ, পাউবোর প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী ও পাউবোর পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান প্রমুখ।
এএম/এমকেএইচ