ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মনু হত্যা মামলার আসামিদের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০১ নভেম্বর ২০১৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মনু মিয়া হত্যা মামলার প্রধান আসামি মঞ্জুর হোসেন সুমনসহ তিনজনের জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রায়পুর) আদালতে হাজির হলে বিচারক কাকন দে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদ উল্যার ছেলে মঞ্জুর হোসেন সুমন, চর আবাবিল গ্রামের যুবলীগকর্মী মনির হোসেন ও জসিম বয়াতি।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩১ মার্চ সকালে হায়দরগঞ্জ বাজারে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে যুবলীগ নেতা মনু মিয়াকে (৩৮) পিটিয়ে গুরুতর আহত করা হয়। এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাকে কুপিয়ে জখম করেন মনু মিয়া। হামলার তিনদিন পর মনু মিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

কাজল কায়েস/এসএস/এমএস