ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দীপন হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০১ নভেম্বর ২০১৫

ফয়সাল আরেফিন দীপনসহ মুক্ত চিন্তার মানুষদের অব্যাহতভাবে হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় আদালত সড়কে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহ গণজাগরণ মঞ্চের ব্যানারে এ মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, গণজাগরণ মঞ্চ নড়াইলের সাংবাদিক কাজী হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা সমাজকর্মী রেজাউল বিশ্বাস, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক হেফজুর রহমান খুশবু, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সহ-সাধারণ সম্পাদক প্রতীক বিশ্বাস সাধন প্রমুখ।  

দীপনসহ মুক্তচিন্তার মানুষদের অব্যাহতভাবে হত্যার প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক নিলয় বাধন, জেলা যুবমৈত্রীর আব্দুল কুদ্দুস সুমন, পারভেজ আলম বাচ্চু প্রমুখ।

উল্লেখ্য, শনিবার বিকেলে ঢাকায় নিহত ব্লগার অভিজিৎ রায়ের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে লালমাটিয়ায় কুপিয়ে হত্যা করতে না পেরে ঘণ্টা খানেকের ব্যবধানে তার আরেক প্রকাশক মুক্ত চিন্তামনা ফয়সাল আরেফিন দীপনকে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের কার্যালয়ে কুপিয়ে হত্যা করে।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের হত্যাকারীসহ প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসুর উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার এবং হত্যা-গুম সন্ত্রাসের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বক্তরা আরো বলেন, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার ব্যর্থতায় একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে সন্ত্রাসীরা। দীপনসহ সকল ঘটনার দ্রুত বিচারের দাবি জানান।  

নিহত ফয়সাল আরেফিন দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হকের একমাত্র ছেলে। তার মালিকানাধীন জাগৃতি প্রকাশনী অভিজিতের ‘বিশ্বাসের ভাইরাস’ নামের জনপ্রিয় বইটি প্রকাশ করেছিল।

হাফিজুল নিলু/এসএস/এমএস