ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তুষার হত্যা : দেড় যুগ পর আসামিদের যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০১ নভেম্বর ২০১৫

বাগেরহাটে চাঞ্চল্যকর তুষার মোড়ল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দায়রা জজ আদালত। রোববার সকালে বাগেরহাটের দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ডহর মৌভোগ এলাকার লিয়াকত শেখ, কাশেম শেখ ও যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা কাজীপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে ইমামুল ইসলাম ওরফে লিটন ওরফে দুলাল ওরফে রানা।

নিহত ব্যবসায়ী তুষার মোড়ল ১৯৯৬ সালের ২২ মে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহর মৌভোগ এলাকায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির হাতে নিহত জোড়া পুলিশ হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী ছিলেন। রোববার সকালে বাগেরহাট দায়রা জজ আদালতে রায় ঘোষণার সময় আসামি লিয়াকত শেখ ছাড়া অন্য আসামিরা পলাতক ছিলেন। এ মামলায় খালাসপ্রাপ্তরা হলেন, রশিদ, মোহন, সাঈদ, মনি, সবুজ ও নারান মণ্ডল।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার মৃত জিল্লাল মোড়লের ছেলে তুষার মোড়ল ১৯৯৬ সালের ২ সেপ্টম্বর রাত আটটার দিকে মৌভোগ বাজারে চায়ের দোকানে চা পান করছিলেন। এসময় ১৫ /২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তুষারকে খুব কাছ থেকে এলোপাথাড়ি গুলি করলে তিনি মাটিতে পড়ে যান। এসময় সন্ত্রাসী দল তাকে বেপরোয়াভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থলে বোমা ফাটিয়ে ও গুলি করতে করতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির স্লোগান দিতে দিতে পালিয়ে যায়।

এ হত্যাকাণ্ডের একদিন পর নিহত ব্যবসায়ী তুষার মোড়লের ভাই আজাহার মোড়ল বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ আরো ৭/৮ জনকে আসামি করে ফকিরহাট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ১৯৯৭ সালের ৫ অক্টোবর বাগেরহাটের ডিবি পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ দেড়যুগ পর ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার সকালে বাগেরহাটের দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান তিনজনকে যাবজ্জীব কারাদণ্ড প্রদান করেন।

এ মামলায় অনেক আগেই ৩ জন মারা গেছেন। যাদের মধ্যে মধ্যে গনেষ ওরফে সোহেল ওরফে তপন ওরফে গনেশ পোদ্দার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন।

এ মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, ব্যবসায়ী তুষার মোড়ল হত্যাকাণ্ডের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়ায় আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আদালতের এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

শওকত আলী বাবু/এমজেড/আরআইপি