বরিশালে কঠোর নিরাপত্তায় জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত
সারা দেশের সঙ্গে একযোগে বরিশালে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা।
রোববার সকাল ১০টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের অধীনে ১৫৩টি কেন্দ্রে শুরু হয় জেএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা।
জীবনের প্রথম বোর্ড পরীক্ষা নিয়ে কিছুটা স্নায়ুচাপ থাকলেও প্রস্তুতি ভাল হওয়ায় সর্বোপরি প্রত্যাশিত পরীক্ষা দেয়া এবং ফলাফল ভালো করার আশা করছেন মেধাবি কিশোর-কিশোরীরা।
বিভিন্ন সময় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের মনোবল ভেঙে গেলেও এবার তেমনটা না ঘটায় সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরা।
সন্তানদের ভালো প্রস্তুতিতে খুশি অভিভাবকরাও। এবার প্রশ্নপত্র ফাঁসের খবর না রটানোয় ছেলে-মেয়েদের প্রকৃত মেধা যাচাই হবে আশা অভিভাবকদের।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানান, কঠোর নিরাপত্তা এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। প্রশ্নপত্রও সহজ বোধ্য হয়েছে। পরীক্ষার্থীদের চোখে-মুখেও আনন্দের ছাপ দেখা গেছে।
তিনি আরও বলেন, এবার প্রশ্নপত্র ফাঁসের মতো কোনো ঘটনা ঘটেনি এবং ঘটবে না বলে আশা করেন তিনি। এরপরও যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে ওই প্রশ্নপত্রে পরীক্ষা হবে না। বিকল্প প্রশ্নপত্রের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলায় এক হাজার ৬শ ৮৪টি স্কুলের এক লাখ ৯ হাজার ৩৬৩ জন শিক্ষার্থী ১৫৩টি কেন্দ্রে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
সাইফ আমীন/এমজেড/এমএস