ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালে কেএমপির নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৬:২৯ এএম, ০১ নভেম্বর ২০১৫

খুলনা মেট্রোপলিটন এলাকায় আগমী ১ নভেম্বর থেকে অনুষ্ঠেয় ২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট এবং এসএসসি ভোকেশনাল (নবম শ্রেণি) পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিষেধাজ্ঞা জারি করেছেন।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের চতুর্দিকে দুইশ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না।

কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোনো পদার্থ বহন এবং কেউ কোনো প্রকার লাউড স্পিকার বা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করতে পারবেন না।

উল্লেখ্য, ১৩ দিনব্যাপী অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এ বছর খুলনা মহানগরী এলাকায় ২৬টি পরীক্ষাকেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা এবং আটটি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল (নবম শ্রেণি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভোকেশনাল পরীক্ষা চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

আলমগীর হান্নান/এমজেড/এমএস