ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে করোনায় কিশোরীর মৃত্যু, শনাক্ত আরও ১০৫

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০১:৩৯ এএম, ২৭ আগস্ট ২০২০

সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার (২৬ আগস্ট) নতুন করে আরও ১০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৬ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৭৯ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৪৫০ জন।

এদিকে বুধবার দুপুরে সিলেট নগরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর নাম বুশরা বেগম। সে চারখাই পইলগ্রামের মুহিবুর রহমান ময়ুর মেয়ে।

শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. জন্মেয় জয় বলেন, বুশরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বুধবার সকালে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে পাঠানো হলে দুপুর ১২টায় মারা যায়।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বুধবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়। শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শাবিপ্রবির ল্যাবে বুধবার ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২১ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ২৪ জন ও মৌলভীবাজার জেলার ১৭ জন রয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী সিলেট জেলায়। এ জেলায় এখন পর্যন্ত পাঁচ হাজার ৫২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সুনামগঞ্জে এক হাজার ৯৮৭ জন, হবিগঞ্জে এক হাজার ৫০২ জন এবং মৌলভীবাজারে এক হাজার ৪৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগে সাত হাজার ১১৮ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে তিন হাজার ৭০২ জন, সুনামগঞ্জে এক হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ৯৫৫ জন ও মৌলভীবাজারে ৯২৩ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বুধবার বিকেল পর্যন্ত মারা গেছেন মোট ১৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩২ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৭৬ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩২ জন।

ছামির মাহমুদ/বিএ