সিলেটে করোনায় দুইজনের মৃত্যু, সুস্থ ২০২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুইজনই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বুধবার দুপুর পর্যন্ত মারা গেছেন মোট ১৮৩ জন। এর মধ্যে সিলেটে ১৩১ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ১২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫৬ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারে ৩৪ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৪৫ জন। এর মধ্যে সিলেটে পাঁচ হাজার ৪৭৭, সুনামগঞ্জে এক হাজার ৯৭০, হবিগঞ্জে এক হাজার ৪৭৮ এবং মৌলভীবাজারে এক হাজার ৪২০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেটে ১২০ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে দুই এবং মৌলভীবাজারে ৩১ জন।
নতুন সুস্থদের নিয়ে বুধবার পর্যন্ত সিলেট বিভাগে সাত হাজার ১১৮ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে তিন হাজার ৭০২, সুনামগঞ্জে এক হাজার ৫৩৮, হবিগঞ্জে ৯৫৫ ও মৌলভীবাজারে ৯২৩ জন।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৭৬ জন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩৩ জন।
ছামির মাহমুদ/এএম/এমএস