নিজ বাড়িতে সাজা খেটে উপহার পেলেন জায়নামাজ
নড়াইলের নড়াগাতি থানার নলামারা গ্রামের মৃত রাজ্জাক মিনারের ছেলে বালাম মিনার (৪৬) মাদকের এক মামলায় এক বছরের সাজা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট বিচারিক আদালত তাকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য একজন প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে নিজ বাড়িতে থেকে ওই সাজা ভোগের ব্যতিক্রমী এক আদেশ দিয়েছিলেন।
২৫ আগস্ট সাজার মেয়াদ শেষ হওয়ায় আদালতের আদেশে মুক্ত হয়েছেন বালাম মিনা।
একই সঙ্গে ওই বিচারিক আদালত ও প্রবেশন কর্মকর্তার পক্ষ থেকে একটি জায়নামাজ ও ফুলের তোড়া উপহার দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বসু, আসামির অ্যাডভোকেট বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ। নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আমাতুল মোর্শেদা মঙ্গলবার এই আদেশ দিয়েছেন। চূড়ান্তভাবে মুক্ত হয়ে খুবই খুশি হয়েছেন। বর্তমানে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহকারী বালাম মিনা। ‘দ্য প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স ১৯৬০’ এর ৪ ধারা মোতাবেক তাকে এক বছরের সাজা দেয়া হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাম মিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ছিল। এ মামলায় ২০১৯ সালের ২৫ আগস্ট এক বছরের বিনাশ্রমে কারাদণ্ডের আদেশ দেন নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আমাতুল মোর্শেদা। কিন্তু তাকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য বিচারক নড়াইলের প্রবেশন অফিসার বাপ্পী কুমার সাহার তত্ত্বাবধানে নিজ বাড়িতে থেকে সাজা ভোগের আদেশ দেন।
এক বছরই নির্ধারিত সব শর্ত মেনে চলেন সাজাপ্রাপ্ত বালাম মিনা। মঙ্গলবার বালাম মিনার সাজার মেয়াদ শেষ হলে প্রবেশন অফিসার আদালতে তাকে চূড়ান্তভাবে মুক্তি দিতে আবেদন করেন। এ আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বালাম মিনাকে চূড়ান্তভাবে মুক্তি দেন বিচারক আমাতুল মোর্শেদা।
চূড়ান্তভাবে মুক্ত হতে পেরে খুবই খুশি বালাম মিনা। তিনি বলেন, আমি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করি। ইজিবাইক চালিয়ে আমি বৃদ্ধা মা, স্ত্রী ও তিন কন্যা মোট ৬ জনের সংসার চালাই। আমি জেলে গেলে আমার পরিবারের অন্যদের না খেয়ে থাকতে হত। আদালতের দয়ায় আমি জেল থেকে রক্ষা পেয়েছি এবং এ এক বছর আদালতের প্রতিটি আদেশ পালন করেছি। আমি আর কোনো দিন কোনো অপরাধ করব না।
নড়াইলের প্রবেশন কর্মকর্তা বাপ্পী কুমার সাহা জানান, বালাম মিনা সবশর্ত মেনেছেন এবং তার পরিবার, প্রতিবেশী সবাই বলেছেন তিনি সংশোধন হয়েছেন। এ কারণে বিচারিক আদালত তাকে চূড়ান্তভাবে মুক্ত করে দিয়েছেন। এছাড়া নড়াইলে আরও ৪১টি প্রবেশন কেস পেন্ডিং আছে।
হাফিজুল নিলু/এমআরএম