ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে কাউন্সিলর সুলতানকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০২:৩৬ পিএম, ৩১ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মদকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান ও তার বড় ভাই প্রবাসী পারভেজ জামানকে মারধর করা হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর উপজেলায় জামাইপাড়া এলাকার এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন কাউন্সিলর সুলতানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।

২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার জাগো নিউজকে জানান, বন্দরের জামাইপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের নির্মাণ কাজ চলছিল। ওই এলাকাতে সিটি কর্পোরেশনের জায়গা দখল করে হাবিবুর রহমান বাড়ি তৈরি করে রেখেছিল। রাস্তা নির্মাণ কাজের জন্য হাবিবুর রহমানকে কাউন্সিলর সুলতান সিটি কর্পোরেশনের জায়গা ছেড়ে দেয়ার কথা বলে। পরে হাবিবুরের নির্দেশে সন্ত্রাসী সিরাজুল, সাকিবুল, আলামিন, তারেক পোকড়া ফরিদ, রাজিব ও সজিবসহ অন্যরা মিলে তার উপর আর্তকিত হামলা ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন কাউন্সিলর সুলতানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান জাগো নিউজকে জানান, সন্ধ্যায় কাউন্সিলরের উপর যখন হামলার ঘটনা ঘটে। তখন কাউন্সিলরের আর্তচিৎকার শুনে আমার বড় ভাই ছুটে যায়। এ সময় সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। পরে খবর পেয়ে আমি ছুটে গেলে সন্ত্রাসীরা আমার উপরেও হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় আমর বড় ভাই কোরিয়া প্রবাসী পারভেজ জামানের পায়ে জখম হয়েছে।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জাগো নিউজকে জানান, কাউন্সিলর সঙ্গে জামাইপাড়া এলাকার কিছু লোকজনের তর্কবিতর্ক হয়েছিল। তাকে কুপিয়েছে কি না তা জানা নেই।
 
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি