ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা আক্রান্ত এমপি দবিরুলকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৪ আগস্ট ২০২০

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। ঢাকায় পৌঁছানোর পর উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এমপি দবিরুল ইসলামের সঙ্গে তার বড় ছেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন ও বড় মেয়ে মুক্তি ইসলামও ঢাকায় যাচ্ছেন।

jagonews24

মাজহারুল ইসলাম সুজন বলেন, আমার বাবা বর্তমানে ভালো আছেন। ঢাকায় নেয়ার উদ্দেশ্য হচ্ছে যদি কখনও স্বাস্থ্যের অবনতি হয় তাহলে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। তাই প্রধানমন্ত্রীর বিশেষ ব্যবস্থায় আমার বাবাকে ঢাকায় নেয়া হচ্ছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ঠাকুরগাও-২ আসনের এমপি আলহাজ মো. দবিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কয়েক দিন আগে শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২১ আগস্ট তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর থেকে এমপি দবিরুল ইসলামের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আরএআর/এমএস