ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সীমান্ত দিয়ে ১০ কেজি কোকেন গেল ভারতে

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৫

ভারতের পশ্চিমবঙ্গে একটি ট্রাক থেকে ১০ কেজি কোকেন আটক করা হয়েছে। ট্রাকটি বাংলাদেশের বেনাপোল বন্দরে পণ্য নামিয়ে ওপারের পেট্রাপোলে ঢুকেছিল বলে জানিয়েছে বিএসএফ।

ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা জানিয়েছেন, আটক কোকেনের বাজার মূল্য ৬৫০ লাখ ডলার।

বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর থেকে বুধবার রাতে ট্রাকটি আটক করা হয়। পরে পরীক্ষা করে পণ্যের মধ্যে কোকেনের উপস্থিতি নিশ্চিত হন কর্মকর্তারা।

বিএসএফ কর্মকর্তা এস পি তিওয়ারি বলেন, নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে খবর আসে যে- সীমান্ত দিয়ে মাদকের চালান আসছে। এ জন্য আমরা বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায়। একটি ট্রাকে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে পাউডার জাতীয় সন্দেহজনক পণ্য পাওয়া যায়।

আটকের পর ওই পাউডার এনসিবি কর্মকর্তাদের কাছে তুলে দেয় বিএসএফ। এনসিবি পরীক্ষার পর নিশ্চিত হয়, এই পাউডার কোকেন। ট্রাকটি চালাচ্ছিলেন সুমন শৈল নামে পশ্চিমবঙ্গের নাগরিক। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনসিবি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে সড়ক পথে গাড়িতে পাচার করা কোকেন আটকের ঘটনা এটাই সম্ভবত প্রথম। এর আগে পশ্চিমবঙ্গে কোকেনের চালান ধরা পড়লেও তা এসেছিল উত্তর-পশ্চিমের রাজ্যগুলো থেকে।

জামাল হোসেন/এআরএ