ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পার্বত্য শান্তিচুক্তি অক্ষরে অক্ষরে পালন করবে সরকার

প্রকাশিত: ০১:০৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৫

সরকার পার্বত্য শান্তিচুক্তির প্রতিটি শর্ত ও প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে। এ সরকারের মেয়াদেই শান্তিচুক্তির বেশির ভাগ অংশ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাঙ্গামাটির নানিয়ারচরের চেঙ্গী সেতু এলাকা পরিদর্শনকালে এ কথা জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, ভাষণ নয়, চাই অ্যাকশন। আমি কাজ করতে এসেছি কোনো বক্তব্যের জন্য নয়। তাই চাই কথা কম কাজ বেশি।       

সেতুমন্ত্রী আরো বলেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসেই শুরু হবে রাঙ্গামাটির নানিয়ারচরের চেঙ্গী সেতুর নির্মাণ কাজ। আর ২০১৮ সালের জুন মাসের মধ্যেই এ নির্মাণ কাজ শেষ হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সংসদ সদস্য ঊষাতন তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রমুখ।

সুশীল প্রসাদ চাকমা/এআরএ/আরআইপি