ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় যুবকের কবজি কর্তন, আটক ১

প্রকাশিত: ১১:৫৮ এএম, ৩১ অক্টোবর ২০১৫

বগুড়ার নন্দীগ্রামে কোয়ালিটি ফিড মিলে শ্রমিক দেয়াকে কেন্দ্র করে মোখলেছুর রহমান (৩০) নামে এক যুবকের হাতের কবজি কেটে নেয়া হয়েছে। এ সময় উপস্থিত জনতা ওসমান গণি ওরফে কালু (৩২) নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার দুপুরে উপজেলার কাথম গ্রামে এ ঘটনা ঘটে।  

আহত মোখলেছুর রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার কাতম গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মোখলেছুর রহমানের (৩০) সঙ্গে একই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে ওসমান গনি ওরফে কালুর (৩২) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কালু চাইনিজ কুড়াল দিয়ে মোখলেছুরকে আঘাত করে। তা ঠেকাতে গিয়ে তার হাতের কবজি কেটে যায়। এ সময় মোখলেছুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কালু পালানোর চেষ্টা করে। কিন্তু উপস্থিত জনতা কালুকে চাইনিজ কুড়াল, রাম-দা, হাসুয়াসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জাগো নিউজকে জানান, এক সন্ত্রাসীকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। এখন ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লিমন বাসার/এসএস/আরআইপি