মোহনপুরে ১৪৪ ধারা জারি
রাজশাহীর মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধনের মিলাদ মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে সব ধরণের মিটিং-মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, দুপুর ১২ থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সেখানে মিটিং-মিছিল নিষিদ্ধ করা হয়েছে। মিলাদ মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪৪ ধারা জারির পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, আওয়ামী লীগের একটি পক্ষকে না জানিয়ে সেখানে মিলাদ মাহফিলের আয়োজন করার কারণে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। আর এ কারণে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা করা হয়েছে।
জানা যায়, ওই মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকার কথা ছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আখতার জাহানের।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, এমপি আয়েন উদ্দিন আগে ওই ইউনিয়নের ভবনটি উদ্বোধন করেছেন। কিন্তু চেয়ারম্যানকে তিনি সেখানে ডাকেননি। এ কারণে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে পাল্টা মিলাদ মাহফিলের আয়োজন করে স্থানীয় সাংসদ আয়েনকেও ডাকেননি। সেখানে মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। তিনি অভিযোগ করে বলেন, এমপি আয়েনের নির্দেশে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
এ ব্যাপার যোগাযোগ করার চেষ্টা করা হলে স্থানীয় সংসদ আয়েন উদ্দিনকে ফোনে পাওয়া যায়নি।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- ২ সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি ষড়যন্ত্র
- ৩ অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ভাই-স্বামীসহ প্রাণ হারালেন বকুলা বেগম
- ৪ স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না: ডা. শফিকুর রহমান
- ৫ আওয়ামী লীগের মতো নিশি রাতের নির্বাচন চাই না: আলতাফ হোসেন