করোনা নেগেটিভের দু’দিন পর মারা গেলেন ইউপি চেয়ারম্যান
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান (৮০) মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আতিয়ার রহমান দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে দুই দিন আগে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
আতিয়ার রহমানের ছেলে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর বাবা সুস্থ হন। দুই দিন আগে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এর আগে গত ৫ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আতিয়ার রহমান। তিনি হাতীবান্ধা উপজেলার ভেটেরিনারি চিকিৎসক ছিলেন। অবসর গ্রহণের পর গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাড়ি উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামে। স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আতিয়ার রহমান।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাঈম হোসেন বলেন, উপজেলা থেকে তার নমুনা সংগ্রহ করা হয়নি, তাই করোনার বিষয়টি নিশ্চিত নই। তবে ঢাকায় তিনি নমুনা দিতে পারেন।
রবিউল/আরএআর/এমএস