ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় ৩ নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২০ আগস্ট ২০২০

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাত ও সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- কলারোয়া উপজেলার গদখালী গ্রামের আইয়ুব আলীর স্ত্রী জাহেদা খাতুন (৭০), সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া আমতলার আব্দুর রাজ্জাকের স্ত্রী রিনা খাতুন (৪৭) ও বাটকেখালী গ্রামের মোতাহার গাজীর স্ত্রী রিজিয়া বেগম (৬৫)।

ডা. মানস কুমার মন্ডল জানান, করোনাভাইরাসের উপসর্গ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তারা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (১৯ আগস্ট) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন জাহেদা খাতুন, রিনা খাতুন ও রিজিয়া বেগম। বৃহস্পতিবার ভোররাত ও সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য স্বজনদের বলা হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম