ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৎস্যজীবীকে পিটিয়ে হত্যা, আ.লীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১১:৫৮ পিএম, ১৯ আগস্ট ২০২০

সাতক্ষীরার তালা উপজেলার নলবুনিয়া বিলে মৎস্যজীবী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলাজুড়ে সন্ত্রাসী বাহিনী গঠন করে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ার কারণ সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে।

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, সংগঠনের পদ-পদবি ব্যবহার করে উপজেলাব্যাপী নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠনসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়েছেন সরদার মশিয়ার। তিনি তালা উপজেলার নলবুনিয়া বিলে একজন শ্রমিক হত্যায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সেই সঙ্গে দলীয় পদ থেকে কেন তাকে চূড়ান্ত বহিষ্কার করা হবে না ২১ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হলো।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে বুধবার সন্ধ্যায় তাকে বহিষ্কার করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ বলেন, সরদার মশিয়ারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/বিএ