ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনার উপসর্গ গোপন করে বাড়িতে চিকিৎসা, যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | মাগুরা | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৮ আগস্ট ২০২০

মাগুরায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আসাদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসাদ শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের সরোয়ার মন্ডলের ছেলে।

এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার রাধানগর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী আসাদ গত কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকেলে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেশ কয়েকদিন ধরে আসাদ জ্বর ও শ্বাসকষ্টে ভুগলেও করোনা পরীক্ষার কোনো উদ্যোগ নেয়নি তার পরিবার। বাড়িতেই স্থানীয়ভাবে তার চিকিৎসা চলছিল।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষিত পাল জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। কিন্তু তার করোনার উপসর্গ ছিল এমন কোনো তথ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। বলা হয়েছে পড়ে গিয়ে অসুস্থ্য হয়েছে। করোনার উপসর্গ থাকার বিষয়টি গোপন করা ঠিক হয়নি।

আরাফাত হোসেন/আরএআর/এমকেএইচ