ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেগা প্রজেক্টের টাকা আ.লীগ নেতাকর্মীদের পকেটে : রিজভী

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৮ আগস্ট ২০২০

কুড়িগ্রামে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসুস্থদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা করেছে বিএনপি। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে শহরের ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এ সময় তিনি বলেন, ঢাকায় কয়েকটা ফ্লাইওভার হচ্ছে। সব মেগা প্রজেক্ট। এই মেগা প্রজেক্টের টাকা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে। গ্রাম বাংলার কোনো উন্নতি হয় না। একটু বন্যা হলে ক্ষেতের ফসল, গবাদিপশু, মানুষের ঘরবাড়ি সব নদীর পানিতে ভেসে যায়। আমরা এখানকার মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেয়ার জন্য এসেছি।

কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

নাজমুল হোসাইন/আরএআর/পিআর