ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে করোনা কাড়ল আরও একজনের প্রাণ

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ১২:২১ পিএম, ১৮ আগস্ট ২০২০

টাঙ্গাইলের মির্জাপুরে অসীম কুমার বাকালী (৩৮) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মির্জাপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হলো।

অসীম কুমার বাকালী মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা বাকালীপাড়ার নিতাই চন্দ্র বাকালীর ছেলে।

জানা গেছে, গত এক সপ্তাহ আগে করোনা উপসর্গ নিয়ে অসীম কুমার বাকালী রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি হন। সেখানে তার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয় এবং রাত ৯টার নিজ বাড়িতে সৎকার করা হয়।

গোড়াই ইউপি সদস্য মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএম এরশাদ/এফএ/জেআইএম