ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইউএনও’কে মহিলা লীগ নেত্রীর হুমকি

প্রকাশিত: ০৯:০৩ পিএম, ৩০ অক্টোবর ২০১৫

লালমনিরহাটের আদিতমারী ডিগ্রি কলেজে পরীক্ষার অসদুপায় অবলম্বনের দায়ে কেন্দ্রের ২৩ পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনায় আদিতমারী নির্বাহী কর্মকর্তা ইউএনওকে মোবাইলে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৮টার দিকে জেলা মহিলা লীগের নেত্রী পরিচয়দানকারী মোবাইল ফোনে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলামকে হুমকি দেয়া হয়।

আদিতমারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কেরামত আলী জাগো নিউজকে জানান, শুক্রবার বিকেলে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের বিএ ও বিএসএস এর ৬ষ্ঠ সেমিস্টারের সমাজতত্ত্ব পাঠ-৫ পরীক্ষা আদিতমারী ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

ওই পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম। পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ৮ টার দিকে লালমনিরহাট জেলা মহিলা লীগের পরিচয়দানকারী জনৈক মহিলা নেত্রী মোবাইল ফোনে ০১৭৫৫-৩৯৭৩৩৫ নম্বর থেকে ইউএনও’র মোবাইল ফোনে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।  

এ সময় ওই নেত্রী মোবাইল ফোনে আরো বলেন, এ ঘটনার জন্য আপনাকে (ইউএনও) সারা জীবন পস্তাতে হবে। কিভাবে আপনি আদিতমারীতে চাকরি করেন তাও দেখে নেব বলেও হুমকি প্রদান করা হয়।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম মোবাইল ফোনে হুমকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং অনতিবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিউল হাসান/এসএইচএস