ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে একদিনে সাতজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৭ আগস্ট ২০২০

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় পাঁচজন এবং জয়পুরহাটে দুজনের মৃত্যু হয়। সোমবার (১৭ আগস্ট) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিভাগে এ পর্যন্ত ২১৭ জন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন বগুড়ায়। এর বাইরে রাজশাহী জেলায় ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০, নওগাঁয় ১৫, নাটোরে দুজন, জয়পুরহাটে ছয়, সিরাজগঞ্জে ১১ এবং পাবনায় নয়জন মারা গেছেন করোনায়।

গত ২৪ ঘণ্টায় ১৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৯০ জন বগুড়ার। এছাড়া রাজশাহীতে ৫০ জন, চাঁপাইনবাবগঞ্জে নয়জন, নওগাঁয় তিনজন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন এবং সিরাজগঞ্জের ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ৭২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৪৩১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এখন হাসপাতালে আছেন এক হাজার ৫৯৭ জন। আক্রান্ত বাকিরা আছেন হোম আইসোলেশনে।

এ পর্যন্ত সর্বোচ্চ পাঁচ হাজার ৮৩২ জন আক্রান্ত হয়েছেন বগুড়ায়। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে শনাক্ত হয়েছেন চার হাজার ৬৭ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৫৯৭ জন, নওগাঁয় এক হাজার ৫৫ জন, নাটোরে ৬৬৮, জয়পুরহাটে ৮৫৯, সিরাজগঞ্জে এক হাজার ৭৪৬ জন এবং পাবনায় ৮৯৭ জন শনাক্ত হয়েছেন।

শনিবার বিভাগের ২১৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে আটজন, বগুড়ায় ৫০ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৫ জন, নওগাঁয় তিনজন, নাটোরে ৬৬ জন, জয়পুরহাটে তিনজন এবং সিরাজগঞ্জে ৩০ জন এবং পাবনার ৩৩ জন।

এ পর্যন্ত রাজশাহীর দুই হাজার ৩৩৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৯৭ জন, নওগাঁর ৯২২ জন, নাটোরের ৩৫৮ জন, জয়পুরহাটের ২১৭ জন, বগুড়ার চার হাজার ৫৯৬ জন, সিরাজগঞ্জের ৮৪৩ জন এবং পাবনার ৭৬৪ জন করোনামুক্ত হয়েছেন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর