ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি বিনিময়

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৩:০১ এএম, ১৬ আগস্ট ২০২০

ভারতের ৭৪তম স্বধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আহম্মেদ ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার শ্রী বালেরাওয়ের মধ্যে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প নায়েক সুবেদার হেলাল উদ্দিনসহ চেকপোস্ট বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আহম্মেদ জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়েছে। সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমদাদুল হক মিলন/এমএসএইচ