ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ধামরাই পৌরসভার মেয়র করোনায় আক্রান্ত

সাভার (ঢাকা) | প্রকাশিত: ১১:০২ এএম, ১৫ আগস্ট ২০২০

ঢাকার ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে।

শনিবার (১৫ আগস্ট) সকালে গোলাম কবির নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

মেয়র গোলাম কবির বলেন, পৌরবাসীকে করোনামুক্ত রাখতে গিয়ে আমি নিজেই আক্রান্ত হলাম। আমি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে পৌরবাসীর সেবা করতে পারি সবাই সেই দোয়া করবেন।

আরএআর/এমএস