ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে স্পেস বরাদ্দ শুরু

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৪ আগস্ট ২০২০

রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে স্পেস বরাদ্দ পেয়েছে আটটি প্রতিষ্ঠান। শুক্রবার (১৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে স্পেস বরাদ্দপত্র হস্তান্তর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সকালে হাইটেক পার্কে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র লিটন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বঙ্গবন্ধু শেখ মজিব হাইটেক পার্কে কনভেনশন হল স্থাপন করবে রাসিক। অনুষ্ঠানে সেই জমি বরাদ্দের সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। মেয়র ও প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা স্মারকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক এএনএম সফিকুল ইসলাম এবং রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ।

এর আগে সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক লাখ বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করেছে। দেশের সর্বক্ষেত্রে এখন উন্নয়ন দৃশ্যমান। দেশে এখন অসংখ্য মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। এখন প্রতি সপ্তাহে একনেক সভা হচ্ছে, বড় বড় প্রকল্প পাস হচ্ছে। যা আগে কখনও দেখিনি, কল্পনাতেও ছিল না। বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্নগুলোর বাস্তবায়ন করছেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Bangabandhu-Hitech-Park

তিনি বলেন, রাজশাহীতে হাইটেক পার্ক অত্যন্ত প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এটি বাস্তবায়িত হচ্ছে। শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে এখানকার তরুণ-তরুণীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। এখানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখন থেকে আর চাকরির পেছনে ছুটতে হবে না, নিজেরাই উদ্যোক্তা হয়ে মানুষকে চাকরি দিবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মেডিকেল, রাজশাহী কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের জন্য একটি হাইটেক পার্ক প্রতিষ্ঠার কথা বলেছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তিনি শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে রাজশাহীবাসীর স্বপ্ন অনেকটাই পূরণ করেছেন। এর মাধ্যমে রাজশাহীকে একটি প্রযুক্তি নগরী হিসেবে গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক প্রকল্পের পরিচালক একেএম ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের ১০ তলা বিশিষ্ট জয় সিলিকন টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পদ্মাপাড়ে মনোরম পরিবেশে ৩১ একর জমির ওপর প্রায় ২৮৮ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক।

গত ১২ ফেব্রুয়ারি পার্কের শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৭২ হাজার বর্গফুট বিশিষ্ট এই ভবনে স্টার্ট-আপদের জন্য বিনামূল্যে স্পেস রাখা হয়েছে। পার্কের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে এখানে প্রায় ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর