ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৩ আগস্ট ২০২০

মাদারীপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লুৎফর হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লুৎফর হাওলাদার একই এলাকার ইদ্রিস হাওলাদারের ছেলে।

Madaripur

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনুস চৌকিদার ও লালমিয়া মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ঘটনাস্থলেই লুৎফর হাওলাদার নিহত হন। এ সময় আহত হন আরও আটজন। বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে গ্রেফতার আতঙ্কে আহতরা কেউ হাসপাতালে ভর্তি হননি।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, লুৎফর হাওলাদার নামে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর