ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় আরও ৫১ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১১:২৭ এএম, ১৩ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। সুস্থ হয়েছেন ৪৭৪ জন ও মারা গেছেন ১৭ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৮৫ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৬ জন, জীবননগর উপজেলায় ৫ জন, দামুড়হুদা উপজেলায় ৫ জন ও আলমডাঙ্গা উপজেলায় ৫ জন রয়েছেন।

সালাউদ্দীন কাজল/এফএ/এমকেএইচ