ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতাল থেকে পালানোর পর মারা গেলেন করোনা রোগী

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:৩১ এএম, ১২ আগস্ট ২০২০

পটুয়াখালীর কলাপাড়ায় আতাউর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৭ আগস্ট করোনার উপসর্গ নিয়ে কলাপাড়ার ধানখালী এলাকার আতাউর রহমানের (৬৫) মৃত্যু হয়। বুধবার আইইডিসিআর’র পাঠানো তথ্য অনুযায়ী তিনি করোনায় আক্রান্ত ছিলেন। নমুনা দেয়ার পর বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে শারীরিক অসুস্থতা বেড়ে গেলে তিনি বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বাড়িতে তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

সিভিল সার্জন আরও বলেন, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০১ জন। এছাড়া হাসপাতালের আইসোলেশনে ১৯ জন ও হোম আইসোলেশন ২৮৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম