ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে চার চিকিৎসকসহ আরও ১১০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৩:০৬ এএম, ১২ আগস্ট ২০২০

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়লে জেলাটির কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সিলেট চলছে অন্য স্বাভাবিক সময়ের মতোই।

১১ আগস্ট সিলেটের দুটি ল্যাবে ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৬৮ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসক ও একজন পুলিশ কমকর্তা রয়েছেন। নতুন শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে সিলেটে ২৮ জন, মৌলভীবাজারের ৩৯ জন ও সুনামগঞ্জ জেলার একজন রয়েছেন।

সিলেট জেলায় শনাক্ত ২৮ জনের মধ্যে ২৬ জনের বাড়িই সিলেট সদর ও সিটি কর্পোরেশন এলাকায়। এছাড়া দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজারে একজন করে রয়েছেন।

এদিকে, মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, শাবির ল্যাবে মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৫ জন এবং সুনামগঞ্জের ২৭ জন রয়েছেন।

১১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ৮ হাজার ৯২১ জনের মধ্যে সিলেটে ৪ হাজার ৭৯২ জন, সুনামগঞ্জে এক হাজার ৬৭৪, হবিগঞ্জে এক হাজার ২৯৬ ও মৌলভীবাজার জেলায় এক হাজার ১৫৯ জন।

এ বিভাগে করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৩০ জন। এর মধ্যে সিলেটে এক হাজার ৪১৬, সুনামগঞ্জে এক হাজার ২৭১, হবিগঞ্জে ৮৪৮, মৌলভীবাজারে ৬৯৫ জন। আর এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটের ১১২ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ১১ জন এবং মৌলভীবাজারের ১৩ জন।

ছামির মাহমুদ/এমআরএম