অপহরণের ১০ দিনেও খোঁজ মিলেনি ডালিমের
র্যাব পরিচয়ে অপহরণের ১০ দিনেও খোঁজ মেলেনি ফেনীর সোনাগাজী উপজেলার জুলফিকার ইসলাম ডালিমের। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে বুধবার ফেনী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে পৃথক সংবাদ সম্মেলন করেন অপহৃত ডালিমের মা জোসনা আরা বেগম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাবেক সেনা কর্মকর্তা মেজর এম এম মতিউর রহমানের মেয়ে তাসনিম তাবাসসুম মিমকে বিয়ে করার অপরাধেই ডালিমকে অপহরণ করা হয়েছে। গত ১৯ অক্টোবর গভীর রাতে র্যাব পরিচয়ে কক্সবাজারের লাইট হাউজ এলাকায় ডালিমের ভাড়া বাসা থেকে তাকে চোখ বেঁধে মাইক্রোবাসেযোগে অজ্ঞাত স্থানে নেয়া হয়।
ঘটনার পর র্যাব ও পুলিশ প্রশাসনের কাছে বারবার ধরনা দিয়ে ও তারা ১০ দিনেও ডালিমের কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। র্যাব ও থানা পুলিশ ডালিমকে তারা আটক করেননি বলে জানিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে নিখোঁজের ভাই জহিরুল ইসলাম জানান, চাকরির সুবাধে ঢাকায় থাকা অবস্থায় মিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ডালিমের। এক পর্যায়ে দুই পরিবারের অগোচরে ২০১৪ সালের ৩০ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। গত কয়েক মাস আগে ঘটনাটি জানাজানির পর মিমের বাবা ডালিমকে বেশ কয়েকবার ফোনে হুমকি ধুমকিও দিয়েছেন।
এ ঘটনায় ডালিমের মা জোসনা আরা বেগম বাদী হয়ে ২২ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানায় এম এম মতিউর রহমান, তার স্ত্রী ইফাত হালিমা রানা ও মেয়ে তাসনিম তাবাসসুম মিমের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
জহিরুল হক মিলুু/এআরএ/আরআইপি