ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে বাসে অতিরিক্ত যাত্রী বহন করায় ধরা খেল ১৩ চালক

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৯ আগস্ট ২০২০

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩ বাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৯ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার জগন্নাথপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী বাসের প্রতি দুই সিটে একজন যাত্রী নিতে হবে। কিন্তু তা না মেনে ঢাকা ও ময়মনসিংহ রোডে চলাচলকারী বাসগুলো প্রতি সিটে যাত্রী বসানোর পাশাপাশি দাঁড় করিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে। এ ঘটনায় রোববার দুপুরে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।

jagonews24

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খিসার নেতৃত্বে পরিচালিত অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং মাস্ক না থাকায় ১৩টি বাসের চালককে ৪১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় কিশোরগঞ্জ জেলা বিআরটিএ'র পরিদর্শক সাজেদুল ইসলামসহ ভৈরব হাইওয়ে থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএএস/এমকেএইচ