ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরিবারে সচ্ছলতা আনতে লেবানন, বিস্ফোরণে মৃত্যু

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৬ আগস্ট ২০২০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের মনির শিকদারের ছেলে রেজাউল আমিন শিকদার। থাকতেন বৈরুতের বন্দর সংলগ্ন ডাউনটাউন এলাকার আলভোর শহরে। কাজ করতেন একটি পেট্রল পাম্পে। রেজাউলের মৃত্যুর খবরে তার পরিবারে এখন চলছে শোকের মাতম।

ঘটনাস্থলের দূরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন রেজাউলের ভাই মাহবুব। তবে ওই বিস্ফোরণে আরও নিহত হয়েছেন রেজাউলের এক মামা জসিম উদ্দিনের ভাতিজা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাজিসার গ্রামের রাসেল। জসিম উদ্দিন বুধবার (৫ আগস্ট) গভীর রাতে বৈরুত থেকে পরিবারের কাছে ফোন করে রেজাউলের মৃত্যুর বিষয়টি জানান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিহত রেজাউলের গ্রামের বাড়িতে ভিড় জমান স্থানীয় লোকজনসহ গণমাধ্যম কর্মীরা। তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক পরিবারের সন্তান রেজাউল দীর্ঘদিন প্রবাসে থেকে উপার্জিত অর্থ দিয়ে বাড়িতে পাকা ঘর তৈরি করেছেন। দুই বোন তিশা আক্তার ও লিমা আক্তারকে বিয়ে দিয়েছেন। তার অকাল মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম। রেজাউল চার বছর আগে তার ছোট ভাই মাহবুব শিকদারকেও লেবাননের বৈরুতে নিয়ে যান। মাহাবুব আলাইয়া এলাকায় থেকে পেট্রল পাম্পে চাকরি করেন। বৈরুতে রেজাউলের এক মামা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাজিসার গ্রামের জসিম উদ্দিনও থাকেন। সেই জসিমই মোবাইল ফোনে রেজাউলের মৃত্যুর খবর পরিবারকে জানান।

রেজাউলের চাচাতো ভাই সেলিম শিকদার জানান, বন্দর এলাকা থেকে দূরে অবস্থানের কারণে অক্ষত থেকে যায় ছোট ভাই মাহবুব শিকদার। বড় ভাইয়ের অকাল মৃত্যুতে বৈরুতের বাসায় বার বার মূর্ছা যাচ্ছেন মাহবুব। সঙ্গে থাকা মামা জসিমের কোনো সান্ত্বনায় শান্ত হচ্ছেন না তিনি।

নিহত রেজাউলের বাবা মনির শিকদার বলেন, রেজাউলের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, রেজাউলের মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেয়া হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ

টাইমলাইন

  1. ১১:১৬ এএম, ১২ আগস্ট ২০২০ লেবানন থেকে ফিরলেন ৭১ বাংলাদেশি
  2. ০৯:৪৬ পিএম, ১০ আগস্ট ২০২০ লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ
  3. ০৫:৪০ পিএম, ১০ আগস্ট ২০২০ বৈরুত বিস্ফোরণে নিহত বেড়ে ২২০, নিখোঁজ আরও শতাধিক
  4. ১২:৩০ পিএম, ০৯ আগস্ট ২০২০ বৈরুতের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের বৈঠক
  5. ০৮:৫৪ পিএম, ০৮ আগস্ট ২০২০ বিক্ষোভে উত্তাল বৈরুত, পুলিশের সঙ্গে সংঘর্ষ
  6. ১২:৪৩ পিএম, ০৮ আগস্ট ২০২০ বৈরুতের গুদামে ক্ষেপণাস্ত্র মজুদের কথা অস্বীকার হিজবুল্লাহর
  7. ১১:৩১ এএম, ০৮ আগস্ট ২০২০ লেবাননে যাচ্ছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট
  8. ০৮:৪১ এএম, ০৭ আগস্ট ২০২০ বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ
  9. ০১:৫০ এএম, ০৭ আগস্ট ২০২০ বৈরুত বিস্ফোরণে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
  10. ০৮:৫৮ পিএম, ০৬ আগস্ট ২০২০ বৈরুত বিস্ফোরণের আগে নেতানিয়াহুর টুইট, জল্পনা তুঙ্গে
  11. ০৭:৩০ পিএম, ০৬ আগস্ট ২০২০ পরিবারে সচ্ছলতা আনতে লেবানন, বিস্ফোরণে মৃত্যু
  12. ০৭:২৯ পিএম, ০৬ আগস্ট ২০২০ বৈরুত বিস্ফোরণ : ১২ বছর ছেলেকে দেখেননি মেহেদীর বাবা
  13. ১২:৫৪ পিএম, ০৬ আগস্ট ২০২০ লেবাননে জরুরি খাদ্য ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ
  14. ১১:০৪ এএম, ০৬ আগস্ট ২০২০ লেবাননে গুরুতর আহত নৌসদস্য এখন শঙ্কামুক্ত
  15. ১০:০০ এএম, ০৬ আগস্ট ২০২০ অ্যামোনিয়াম নাইট্রেট ট্র্যাজেডির প্রথম শিকার নয় বৈরুত
  16. ০৮:৫০ এএম, ০৬ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে দায়ী সন্দেহভাজন কর্মকর্তারা গৃহবন্দী
  17. ০৩:২৪ এএম, ০৬ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণ : নিহত বেড়ে ১৩৫, আহত ৫ হাজার
  18. ০৩:১১ এএম, ০৬ আগস্ট ২০২০ মায়ের জমানো টাকায় লেবানন পাঠানো হয় মিজানুরকে
  19. ১১:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২০ লেবাননে দেড় লাখ বাংলাদেশি আতঙ্কে : রাষ্ট্রদূত
  20. ১১:০৮ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৪, আহত ৯৯
  21. ১০:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতের বিস্ফোরণে ব্রাহ্মণবাড়িয়ার আরেক তরুণের মৃত্যু
  22. ০৭:৩৭ পিএম, ০৫ আগস্ট ২০২০ ৬ বছর ধরে ‘বিপদের’ কথা জানত লেবানিজ প্রশাসন
  23. ০৬:১৩ পিএম, ০৫ আগস্ট ২০২০ বিস্ফোরণে ধূলিসাৎ বৈরুতের অর্ধেক, ঘরহারা ৩ লাখ
  24. ০৫:২৭ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে হামলার কোনও লক্ষণ নেই: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়
  25. ০৫:১৩ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে তিন বাংলাদেশির মৃত্যু
  26. ০৪:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২০ লকডাউনে লেবাননে আটকা, বিস্ফোরণে মৃত্যু
  27. ০২:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২০ পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী ছিল বৈরুত বিস্ফোরণ, নানা প্রশ্ন
  28. ০১:৪৯ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ২
  29. ১২:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুত বিস্ফোরণে নিহত বেড়ে ১০০
  30. ১১:৪১ এএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত
  31. ১১:০৬ এএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণ, ‘নারকীয় ধ্বংসযজ্ঞ’ বলছেন প্রত্যক্ষদর্শীরা
  32. ১০:৫৪ এএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত
  33. ০৯:০৪ এএম, ০৫ আগস্ট ২০২০ লেবাননের পাশে অনেকে, ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
  34. ০৮:২৩ এএম, ০৫ আগস্ট ২০২০ লেবাননে বিস্ফোরণে কয়েকজন বাংলাদেশি আহত
  35. ০২:৫০ এএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে জোড়া বিস্ফোরণে নিহত ৭৮, আহত প্রায় ৪০০০
  36. ০১:২৮ এএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে জোড়া বিস্ফোরণ, আহত চার শতাধিক হাসপাতালে
  37. ১১:৩৬ পিএম, ০৪ আগস্ট ২০২০ বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, বহু মৃত্যুর শঙ্কা