ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাফ নদ সাঁতরে বাংলাদেশে এলো হাতি

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৪ আগস্ট ২০২০

নাফ নদ পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে একটি হাতি। কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ায় নৌবন্দর ও কেয়ারি ঘাট এলাকা দিয়ে সোমবার বিকেল ৪টার দিকে হাতিটি উদ্ধার করা হয়। পরে সেটিকে টেকনাফের বনাঞ্চলের দিকে পাঠিয়ে দেয়া হয়।

আরও তিনটি হাতি সীমান্তের জলিলেরদিয়া এলাকায় অবস্থান করছে। বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সৈয়দ আশিক আহমেদ বলেন, মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে একটি মা হাতি বাংলাদেশে ঢুকেছে। নাফ নদের সীমান্তে আরও তিনটি হাতিকে অবস্থান নিতে দেখা গেছে।

টেকনাফের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নাফ নদের সীমান্তে আরও তিনটি হাতি অবস্থান করছে বলে বন বিভাগ জানিয়েছে। ওই স্থানে বন বিভাগের লোকজন পাহারা বসিয়েছে যাতে হাতিগুলো নিরাপদে চলে আসতে পারে।

এফএ/এমএস