ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীজুড়ে করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০২ আগস্ট ২০২০

রাজশাহী বিভাগজুড়ে আরও তিনজনের প্রাণ নিয়েছে মহামারি করোনাভাইরাস। ঈদের দিন শনিবার বগুড়ায় দুইজন ও জয়পুরহাটে একজনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বিভাগের আট জেলায় প্রাণঘাতী করোনায় এ পর্যন্ত ১৭৬ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১৩ হাজার ১৩৭ জনের। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ১৪ জন।

বিষয়টি নিশ্চিত করে রোববার (০২ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, এ পর্যন্ত করোনায় বিভাগে সর্বোচ্চ ১০৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। রাজশাহীতে ২৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ছয়জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন ও সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় নয়জন মারা গেছেন।

শনিবার বিভাগজুড়ে নতুন ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৪৪, চাঁপাইনবাবগঞ্জে ৩৬, নওগাঁয় ২১, জয়পুরহাটে ৪৬, বগুড়ায় ১৯, সিরাজগঞ্জে ১৬ এবং পাবনায় নয়জন। গতকাল সুস্থ হয়েছেন ৬১ জন। এর মধ্যে বগুড়ার ৪১, রাজশাহীর সাত এবং চাঁপাইনবাবগঞ্জের ১৩ জন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর