ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের দিন রাতে করোনা শনাক্ত, সকালে মৃত্যু

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০২ আগস্ট ২০২০

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. মমতাজ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সুরিগছ গ্রামে। রোববার (০২ আগস্ট) সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মমতাজ ১৫ দিন ধরে জ্বর, শাসকষ্ট ও পেটব্যথায় ভুগছিলেন। প্রথমে তিনি রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক জিয়া হায়দার বসুনিয়ার কাছে চিকিৎসা নেন। ২৭ জুলাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল শনিবার রাতে তার করোনা শনাক্ত হয়। রোববার সকালে তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু সিনহা মো. মুশফিকুর রহমান বলেন, শনিবার রাতে মমতাজের করোনাভাইরাস শনাক্ত হয়। রোববার সকালে তার মৃত্যু হয়।

সফিকুল আলম/এএম/পিআর