ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে একসঙ্গে ৮ চিকিৎসকের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৮:৫৮ এএম, ৩১ জুলাই ২০২০

সিলেটে কোনোভাবে কমানো যাচ্ছে না করোনাভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার (৩০ জুলাই) একদিনে আট চিকিৎসকসহ আরও ৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আট চিকিৎসকসহ ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ওসমানী হাসপাতালের ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের রিপোর্ট পজিটিভি পাওয়া যায়। এর মধ্যে সিলেটে ২১ জন, সুনামগঞ্জে একজন, হবিগঞ্জের নয়জন ও মৌলভীবাজারের দুইজন।

একই দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৪৪ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বৃহস্পতিবার ওই ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বলেন, নতুন শনাক্তদের মধ্যে সিলেটের ১৮, সুনামগঞ্জের ১৭ ও হবিগঞ্জের নয়জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী বেড়ে সাত হাজার ৮১৬ জনে দাঁড়াল। এর মধ্যে সিলেট জেলায় চার হাজার ১৯৩, সুনামগঞ্জে এক হাজার ৪৬১, হবিগঞ্জে এক হাজার ১৫৬ এবং মৌলভীবাজারে ৯৮৮ জন।

করোনাজয় করে এ পর্যন্ত সিলেট বিভাগে তিন হাজার ৩৮২ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় এক হাজার ৬১, সুনামগঞ্জে এক হাজার ১০৭, হবিগঞ্জে ৬৬৪ এবং মৌলভীবাজারে ৫৫০ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৪৬। এর মধ্যে সিলেটে ১০৮, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারে ১৩ জন।

ছামির মাহমুদ/এএম/পিআর