ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮২ বোতল হুইস্কি ও ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৩৮২ বোতল হুইস্কি ও ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার রাতে পৃথক দুটি স্থানে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন।

বিজিবি জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নিয়মিত টহল দল আখাউড়া উপজেলার গঙ্গাসাগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

অন্যদিকে রাত ৯টায় বিজিবির আরেকটি টহল দল কসবা উপজেলার বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮২ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে।

১২ বিজিবি ব্যাটা‌লিয়‌নের অধিনায়ক লে. ক‌র্নেল মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এসব মাদক উদ্ধারের ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজিজুল আলম সঞ্চয়/বিএ