সিলেটের দুই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। বুধবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষে এক জরুরি সিদ্ধান্তে সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
উভয় উপজেলায় নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দিতে বলা হয়েছে।
জীবন বৃত্তান্তের সঙ্গে এসএসসি পাসের মূল সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের সত্যায়িত প্রত্যয়নপত্র জমা করতে হবে।
ছামির মাহমুদ/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নামকরণ করা হচ্ছে আরডিএ কমপ্লেক্স
- ২ বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল সম্পাদক জাফর
- ৩ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ৪ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৫ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু