ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তদের চিকিৎসাসেবায় সেনাবাহিনী

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৫:১২ পিএম, ৩০ জুলাই ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দিনব্যাপী চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে এ চিকিৎসাসেবার আয়োজন করে যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

সেনাবাহিনীর ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মশিউর রহমানের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পে সাতজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এখানে রেড জোন ঘোষিত চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ সদর উপজেলার দেড় শতাধিক করোনা আক্রান্ত রোগী ও অন্যান্য রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়।

১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রাজিব জাহানের তত্ত্বাবধায়নে মেডিকেল ক্যাম্পে মেজর সাবের, মেজর মুনতাহন, ক্যাপ্টেন মহিউদ্দিন, ক্যাপ্টেন নওরিন, ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আব্দুল মুকিত নাফিজ, ক্যাপ্টেন ইমরানুল হুদা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইউসুফ ও ফরিদ উপস্থিত ছিলেন।

এছাড়াও যশোর মেডিকেল কলেজের চিকিৎসক ডা. খাইরুল্লাহ ও চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের চিকিৎসক ডা. সোহানা আহমেদ মেডিকেল ক্যাম্পে অংশ নেন।

এ সময় ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন ইমরানুল হুদা জানান, সেনাবাহিনী করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার করোনায় আক্রান্ত রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এর আগে দামুড়হুদা উপজেলায় ওদুদ শাহ ডিগ্রি কলেজে গর্ভবতী মায়েদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সালাউদ্দীন কাজল/আরএআর/এমএস