ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাইফ্লো নেজাল ক্যানুলা মেশিন পেল সাতক্ষীরা মেডিকেল

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ৩০ জুলাই ২০২০

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য হাইফ্লো নেজাল ক্যানুলা মেশিন দিয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এ মেশিন তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল ও মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল হালিম।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, করোনার মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। এখন মানুষের পাশে দাঁড়াতে হবে সবাইকে। বাংলাদেশ মেডিকেল হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ড. ফখরুল ইসলাম, সাতক্ষীরা ৩৩ বিজিবি, প্রাইড ফাউন্ডেশন, বিবিসি ফাউন্ডেশন, সাতক্ষীরা ও ফ্যাশান পয়েন্ট লিমিটেডের আর্থিক সহযোগিতায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য হাইফ্লো নেজাল ক্যানুলা মেশিন দেয়া হয়েছে। সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে সহায়তাকারীদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রফিকুল ইসলাম বলেন, করোনাকালীন চিকিৎসক ও রোগীদের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি রোগীদের জরুরি মুহূর্তে অক্সিজেন সরবরাহের জন্য হাইফ্লো নেজাল ক্যানুলা মেশিন খুব উপকার আসবে।

আকরামুল ইসলাম/এএম/এমএস