ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ৩০ জুলাই ২০২০

চাঁদপুরে একদিনে সর্বোচ্চ ৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৭৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৯৫ জন। চিকিৎসাধীন ৬১৭ জন। করোনায় মারা গেছেন ৭৪ জন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৬ জন, মতলব দক্ষিণের ছয়, হাইমচরের দুই, মতলব উত্তরের সাত, ফরিদগঞ্জের ১৪, হাজীগঞ্জের আট ও শাহরাস্তি উপজেলার আটজন রয়েছেন। এর মধ্যে করোনার উপসর্গে মৃত চাঁদপুর শহরের বকুলতলা এলাকার আইনুল (৬৫) ও শাহরাস্তির ফখরুল ইসলামও (৫৬) রয়েছেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, বুধবার (২৯ জুলাই) দুই দফায় সর্বোচ্চসংখ্যক ২৪২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৯১ জনের রিপোর্ট করোনা পজিটিভ। বাকি ১৫১ জনের রিপোর্ট করোনা নেগেটিভ।

তিনি জানান, জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত এক হাজার ৭৮৬ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭০৩ জন, ফরিদগঞ্জের ২০৪, মতলব দক্ষিণের ১৯৭, শাহরাস্তির ১৭২, হাজীগঞ্জের ১৭১, মতলব উত্তরের ১৩৯, হাইমচরের ১২৭ ও কচুয়া উপজেলার ৭৩ জন। জেলায় করোনায় মারা যাওয়া ৭৪ জনের মধ্যে সদর উপজেলার ২১ জন, হাজীগঞ্জের ১৭, ফরিদগঞ্জের ১০, মতলব উত্তরের ৯, শাহরাস্তির সাত, কচুয়ার ছয়, মতলব দক্ষিণের তিন ও হাইমচর উপজেলার একজন।

চাঁদপুরে এখন পর্যন্ত আইসোলেশনে থাকা রোগীর সংখ্যা ৫৮৯ জন। এর মধ্যে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৬৫ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২৪ জন।

ইকরাম চৌধুরী/আরএআর/পিআর