ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ৩০ জুলাই ২০২০

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে নবিছদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নবিছদ্দিন সদর উপজেলার উকতো গ্রামের বাসিন্দা।

এদিকে গেল ২৪ ঘণ্টায় তিনজন চিকিৎসকসহ আরও ২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭৯ জন ও মারা গেছেন ১০ জন।

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭৫ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৫ জন রয়েছেন। যার সিংহভাগই জেলা শহরের বাসিন্দা। দামুড়হুদার দর্শনার দু’জন ও আলমডাঙ্গার ৭ জন রয়েছেন। এছাড়া চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের তিন চিকিৎসকও রয়েছেন আক্রান্তদের মধ্যে।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৬১ জন ও বাকি ২২৭ জন রয়েছেন হোম আইসোলেশনে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের ৬৩ বছর বয়সী নবিছদ্দিন কয়েকদিন ধরে সর্দি, কাশি ও জ্বরসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান তার পরিবারের সদস্যরা। করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করে আজ পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এফএ/এমকেএইচ